কবিতা৩ জানুয়ারি, ২০২৬

মেয়ে

প্রেমমেয়েভালোবাসাদুঃখঝড়

মেয়ে, তুমি কি দুঃখ চেনো? চেনো না মেয়ে, তুমি কি আকাশ চেনো? চেনো না তবে চিনবে কেমন করে এই আমাকে? তবে চিনবে কেমন করে এই আমাকে?

মেয়ে, তুমি ঝড় কি বোঝো? বোঝো না মেয়ে, তুমি রাত কি বোঝো? বোঝো না তবে বুঝবে কেমন করে এই আমাকে? তবে চিনবে কেমন করে এই আমাকে?

মেয়ে, তুমি পথ কি চেনো? চেনো না মেয়ে, তুমি পথিক চেনো? চেনো না তবে খুঁজবে কেমন করে এই আমাকে? তবে চিনবে কেমন করে এই আমাকে?


মেয়ে, তুমি দুঃখ চেনো? চেনো না মেয়ে, তুমি ঝড় কি বোঝো? বোঝো না তবে বুঝবে কেমন করে এই আমাকে? তবে চিনবে কেমন করে এই আমাকে?

মেয়ে, মেয়ে মেয়ে, মেয়ে

তুমি চিনবে কেমন করে আমাকে? বলো মেয়ে, তুমি বুঝবে কেমন করে আমাকে?

চিনবে কেমন, চিনবে কেমন, চিনবে কেমন করে? চিনবে কেমন, চিনবে কেমন, চিনবে কেমন করে? মেয়ে... চিনবে কেমন করে? চিনবে কেমন করে?


মেয়ে, তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান? মেয়ে, তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার? তবে ভুলবে কেমন করে এই আমাকে? তবে চিনবে কেমন করে এই আমাকে?

মেয়ে, তুমি কি দুঃখ চেনো? চেনো না মেয়ে, তুমি কি আকাশ চেনো? চেনো না তবে চিনবে কেমন করে এই আমাকে? তবে চিনবে কেমন করে এই আমাকে?

মেয়ে, তুমি ঝড় কি বোঝো? বোঝো না মেয়ে, তুমি পথ কি চেনো? চেনো না তবে বুঝবে কেমন করে এই আমাকে? তবে খুঁজবে কেমন করে এই আমাকে?

মেয়ে, তুমি কি দুঃখ চেনো? চেনো না। তবে চিনবে কেমন করে এই আমাকে? এই ভাইবোনেশন কবিতা।