কবিতা৫ জানুয়ারি, ২০২৬

শেষ কান্না

প্রেমবিরহকান্নাহারানোভালোবাসা

সবকিছু বদলে গেলো এক রাতের নিমিষে, তুমি হারিয়ে যাবে বলেছিলে কবে? আজ তোমায় হারিয়ে আমি একা এই রাতে, ভাবনাতে তোমাকে খুজেছি কি তবে?

ভাবি তুমি আসবে ফিরে, ধরবে হাতগুলো, বলবে তুমি কেঁদো না, ফিরে এসেছি এই দেখো।

আর বলবে কেঁদো না তুমি, এবারই তো শেষ কান্না, বসে আছি আমি তোমার জন্যে...

আসোনা, ফিরে আসোনা, আসোনা, ফিরে আসোনা।


ফিরে এসেছি, ভালোবেসে, তোমায় আমি প্রতিটিবার, সব ব্যাথা ভুলে, সব কষ্ট ফেলে, এসেছি আজি আমি তোমার কাছে,

তবু তুমি নেই আজ আমার পাশে, হারিয়ে গেছো তুমি বহুদুরে।

ভাবি তুমি আসবে ফিরে, ধরবে হাতগুলো, বলবে তুমি কেঁদো না, ফিরে এসেছি এই দেখো।

আর বলবে কেঁদো না তুমি, এবারই তো শেষ কান্না, বসে আছি আমি তোমার জন্যে...

আসোনা, ফিরে আসোনা, আসোনা, ফিরে আসোনা।

সবকিছু বদলে গেলো এক রাতের নিমিষে। ফিরে এসেছি ভালোবেসে, তবু তুমি নেই আজ আমার পাশে।