কিভাবে বোঝাবো তোমাকে
কিভাবে বোঝাবো তোমাকে কতটা ভালোবাসে এই মন এখানে ওখানে তোমাকেই খুঁজে যাই পাগলের মতন
তুমি হয়তোবা ভালোবাসো না আমায় আজো আমি শুরু থেকে চাই তোমায় যত দেখি তোমাকে, মন শিহরে ওঠে চন্দরা ছন্দ হারায়
তুমি ছুঁয়ে দেখো আমায় তুমি ছুঁয়ে দেখো আমায় ছুঁয়ে দেখো আমায় আমাকে জড়িয়ে বুকে রেখে দাও
কখনো কি ভেবেছো আমায় একটুও আপন দূরে দূরে রেখেছো সারাক্ষণ রাতের আকাশে যখন, বৃষ্টি বাদল গর্জন আমারও মনের ভিতর তুফান
আমি শুরু থেকে জানি তুমি হবেনা আমারই তবুও আমি পাগল হয়েছি কার কারণে
জানো আকাশ ভরা তারা আর লাগে না ভালো সবই যেন কালো মেঘে ঢাকা পড়েছে
তুমি ছুঁয়ে দেখো আমায় তুমি ছুঁয়ে দেখো আমায় ছুঁয়ে দেখো আমায় আমাকে জড়িয়ে বুকে রেখে দাও
তুমি জানো না মন কাকে চায় নাকি জেনেও ও বুঝতে চাও না তুমি বুঝো না আমার কত ব্যথা সব বলা হলো না
আমি শুরু থেকে জানি তুমি হবেনা আমারই তবুও আমি পাগল হয়েছি কার কারণে
জানো আকাশ ভরা তারা আর লাগে না ভালো সবই যেন কালো মেঘে ঢাকা পড়েছে
তুমি ছুঁয়ে দেখো আমায় তুমি ছুঁয়ে দেখো আমায় ছুঁয়ে দেখো আমায় আমাকে জড়িয়ে বুকে রেখে দাও
কিভাবে বোঝাবো তোমাকে কতটা ভালোবাসে এই মন। তুমি ছুঁয়ে দেখো আমায়, তুমি ছুঁয়ে দেখো আমায়।